করোনা সংক্রমণ বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। বিশেষজ্ঞরা স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার পরামর্শ তাদের।
দু’মাস আগেও নতুন শনাক্ত রোগী, নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার এবং মৃত্যু কম ছিলো। ফাঁকা হয়ে আসছিলো হাসপাতালের শয্যাগুলোও। তবে হঠাৎই পাল্টাতে শুরু করেছে সেই চিত্র। সংক্রমণ, শনাক্তের হার ও মৃত্যু তিন সূচকই বাড়তির দিকে।
স্বস্থ্য অধিদপ্তর বলছে, রাজধানীতে করোনার জন্য নির্ধারিত সেবা দেয়া ৯টি হাসপাতালে আইসিইউ শয্যা সংখ্যা ১১৭টি। এর প্রায় সবগুলোই এখন রোগীতে পূর্ণ।
করোনার শুরু থেকে কোভিড চিকিৎসা দিয়ে আসছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। তথ্য বলছে, মঙ্গলবার পর্যন্ত এ হাসপাতালের করোনা ওয়ার্ডে একটি শয্যাও ফাঁকা ছিলো না। গত দু সপ্তাহে রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুন। জায়গা নেই আইসিইউতেও।
স্বাস্থ্যবিধি না মানা সংক্রমণ বাড়ার অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। দ্বিতীয় ধাক্কার শুরুতেই রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কতৃপক্ষ।
তাই এখনই সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
Leave a Reply