সারা দেশে ৫ এপ্রিল থেকে ১ সপ্তাহের জন্য লকডাউন-
নিজস্ব প্রতিবেদকঃ
গত কয়েকদিন যাবত অনাঙ্ক্ষিত ভাবে করোনায় আক্রান্ত ও মৃতের হার গতবছরের থেকে অনেক বেশি।
বাংলাদেশে করোনার এই দ্বিতীয় ঢেউটি সুনামির মতো ছড়িয়ে পড়ায় সরকার করোনাকালীন সময় করণীয় হিসাবে ১৮ টি দিক নির্দেশনা প্রদান করেন। করোনার সংক্রমন থেকে দেশকে রক্ষা করার জন্য জনগণের সহযোগিতা কামনা করেছেন।
অফিস আদালতে ৫০ শতাংশ কর্মকর্তা কর্মচারী দিয়ে অফিসের কাজ পরিচালনা করাসহ স্থলপথ ও জলপথের সকল পরিবহনের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করেছেন। প্রতিনিয়ত দেশের সকল উপজেলা, জেলায় মাস্ক ব্যবহারের জন্য সচেতনতা বৃদ্ধির কাজ চলমান।
কিন্তু করোনার সুনামি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার সমূহ সম্ভাবনা দেখা দেওয়ায় বিশেষজ্ঞ টীমের সহায়তায় করণীয় কি হতে পারে আলোচনায় দেখা যায় সকলে কমপক্ষে ১৫ দিন লকডাউন দেওয়ার কথা বললেও সরকার প্রাথমিকভাবে ০৫ এপ্রিল-২০২১ সোমবার থেকে এক সপ্তাহের লকডাইন দেওয়ার চিন্তা করছে
এ বিষয়ে খুব দ্রুত সময়ের ভিতর প্রজ্ঞাপন জারি করা হবে।
Leave a Reply