মতলব উত্তরের মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ও মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামসুল হক চৌধুরী বাবুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব প্রধান শিক্ষক মো. নাজমুল আলমের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্কুল ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি, স্কুলের সহকারি শিক্ষকবৃন্দ, অভিভাবক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় স্কুলের সার্বিক লেখাপড়ার মান উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় সর্বস্মতিক্রমে শিক্ষানুরাগী সদস্য হিসেবে আলহাজ্ব মনির হোসেনকে মনোনীত করা হয়।
Leave a Reply