মতলব উত্তরে মেঘনা নদী থেকে ১৩ ডা’কাত আটক পুলিশের সঙ্গে গোলাগু’লিতে এক ডাকাত গু’লিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি…
নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুরের উত্তর মতলব মেঘনা নদীতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে সালাউদ্দিন (২৮) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর ) সন্ধ্যার দিকে দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রোববার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে পুলিশ।
জানতে চাইলে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বুলবুল আহামেদ এ প্রতিনিধিকে বলেন, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই ডাকাত দল মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
এমন সময় আমাদের নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে তারা আমাদের ওপর গুলিবর্ষণ করে। আমরাও পাল্টা গুলি চালালে সালাউদ্দিন নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে তাকে গ্রেপ্তার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজ সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়েছে। বর্তমানে পুলিশি পাহারায় হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
এ বিষয়ে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, চাঁদপুর থেকে গুলিবিদ্ধ এক ডাকাতকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। হাসপাতালে পুলিশি পাহারায় তার চিকিৎসা চলছে।
আটককৃত ১৩ জন ডাকাত হলো সাব্বির মিজি (২৩), পিতা মোস্তফা মিজি, মহিউদ্দিন সরকার (৪১), পিতা চানমিয়া সরকার আল আমিন (২০), পিতা ফারুক গাজী, ইমরান (২২), পিতা শাহজালাল, ফিরুজ মিজি( ২৬), পিতা সিরাজ মিজি, জীবন বেপারী (২০), পিতা জুলহাস বেপারী, আনেযার হোসেন (২৪), পিতা তোফায়েল আহমেদ, জহিরুল ইসলাম (২৭), পিতা মেহাম্মদ বেপারী, আক্তার হোসেন (২২), পিতা ইদ্রিস হাওলাদার, সাহিন মিয়া (২০), পিতা মোহাম্মদ বেপারী, সুজন বেপারী (২৭), পিতা মজিবুল বেপারী, কাসেম বেপারী (২৪), পিতা বাসেদ বেপারী, সালাউদ্দিন (২৮) পিতা আব্দুল হাওলাদার।
আরো জানা যায় মতলব উত্তরে তারা বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ডাকাতি করে আসছিল।
ডাকাত সর্দার মহিউদ্দিন সরকার এর বাড়ি মুন্সিগঞ্জের চর আব্দুল্লাহ গ্রামে।
উল্লেখ্য, ডাকাতদের কাছ থেকে ২৬টি অ্যান্ড্রয়েড ও ৩৩টি বাটন মোবাইলসহ মোট ৫৯টি মোবাইল, ১০টি রানদা, ২টি পাইবগান, ৪টি ছুরি, ১টি সাবাল, ৪ রাউন্ড গুলি, ৬টি বোমা উদ্ধার করা হয়েছে ৷
Leave a Reply